একজন বাবার সাধারণ গল্প

আসলে একজন বাবার কাজ কি? শুধু আয় করে সংসারের উন্নতি করা? সবার আশা পূরণ করা? সারাদিন রোদে-পুড়ে ভেজা গায়ে কঠোর পরিশ্রম করে বউ-সন্তানের হাসিমুখ দেখা? সন্তান এর শিক্ষার যাবতীয় উপকরণ যোগান দেওয়া? স্ত্রীর সকল আবদার পূরণ করা? বাবা-মা-ভাই-বোনের সকল আবদার পূরণ করা? সকল মৌলিক চাহিদা পূরণ করা? কিন্তু এই বাবাটা নিজের জন্য কি করে? নিজের জন্য কি কেনে? কে তার খবর রাখে? একজন বাবা অভারটাইম কাজ করে যে বেতন পান; সেই বেতন দিয়ে হয়তো সন্তানের একটা স্কুল ব্যাগ হয়ে যায় কিংবা স্কুলের পিকনিকের চাঁদাটা জোগাড় হয় বাবা যখন গভীর রাতে ঘরে ফেরে তখন সন্তানরা হয়তো আরামের ঘুমে স্বপ্ন দেখে বাবা যখন অফিসে বিভিন্ন ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে আর বসের ঝাড়ি খায়, তখন বউ-সন্তানরা হয়তো টিভিতে বাংলা সিনেমা দেখে সারাটা দিন গাধার মতো খেটে বাড়ি গিয়ে আবার সন্তানের স্কুলের পড়াটা তৈরী করে দেন কিংবা নোট করে দেন এই বাবার সন্তানেরাই একদিন ভুলে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় ঘরে নতুন বউ এলে অশান্তি তৈরী হয় বাবা বোঝা হয়ে যায় বাবা শৈশবে কাঁধে ভর করে মাইলের পর মাইল যে নিয়ে বেড়িয়েছিলেন সেটা বেমালুম ভুলে যায় সন্তানেরা সন্তানের অসুখ হলে বাবা সারারাত যে জেগে থাকতেন সেটাও নিমিষেই ভুলে যায় সন্তানেরা স্কুল থেকে ফেরার পথে সন্তানরা হোঁচট খেয়ে পড়ে গেলে বাকি পথ বাবা সন্তানদেরকে কাঁধে করেই আনতেন সেটাও ভুলে যায় সন্তানেরা বাবারা শুধু দিতেই জানে, নিতে নয় কোনো বাবাকে যেনো বৃদ্ধাশ্রমে না যেতে হয় সকল বাবাদের প্রতি ভালোবাসা রইলো