উদ্যোগ এবং বাস্তবতা

যে কোনো উদ্যোগ সততার সাথে চালাতে গিয়ে অনেক বাঁধা-বিপত্তির মুখে পড়তে হয়। কেউ কেউ ঋণগ্রস্ত হয়, কেউ কেউ মুখ থুবড়ে পড়ে যান আবার কেউ কেউ মাঝপথে কুল কিনারা পান না। সহজেই কোনো উদ্যোগ তৈরী হয় না। এর জন্য কিছু বিষয় ১০০% মনে রাখতে হবে---

০১. লেগে থাকার মানসিকতা

০২. সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের উপর আস্থা রাখা

০৩. সৎ থাকা

০৪. সকল বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে, টেকনিক্যালি নিজের আয়ত্বে আনা

০৫. সবার থেকে ইউনিক চিন্তাধারা লালন করা

উপরের ০৫ টি বিষয় সবারই জানা, তারপরেও আমরা এগুলোর বাস্তবিক প্রয়োগ করতে পারি না বলেই অনেক স্টার্ট-আপ শুরু না হতেই বন্ধ করে দিই। সবার জন্য শুভ কামনা রইলো।

Hadiuzzaman Palak

Founder & CEO, Monoputo & Xotil.com