খোলাচিঠি
ভালোবাসা
তোমার চোখের কোনে জমে থাকা দৃষ্টিতে
ভুলে যাই সব
আমার অস্তিত্ব আর ক্লান্তি
ঘুরেফিরে তোমার মনেই আটকে পড়ি
দাগী আসামীর মতো
এভাবে যাবজ্জীবন হলে মন্দ কি !
কোনো জামিনদার আসলে তাকে ভাগাবো নিশ্চিত
কঠিন অপমানে তাকে দূর দুর করে তাড়াবো
আমাদের স্বপ্ন আর ভবিষ্যতের আলোয় তাকে ঝলসে দেবো
ঠিক তো !
আচ্ছা, ভালবাসলে এত ঈর্ষা হয় কেন?
স্বাভাবিক বিষয়গুলোও সহ্য হয় না !
কেউ তোমার দিকে তাকালে কি মনে হয় জানো?
দৃষ্টিতে খুন করতে ইচ্ছা করে
কেউ তোমাকে স্পর্শ করলে ভাবি
গরম তাওয়ায় তাকে রুটির মতো ফুলাই
এত ভালবাসি কেন জানি না
শুধু জানি; ভালবাসি
চিঠি লেখো না কেন?
খুব ব্যস্ত?
খোলাচিঠি আর দাও না কেন?
তোমার বানান ভুলে ভরা চিঠিও ভাল লাগে
এলোমেলো লেখা আর কাটাকাটি
তোমার ঐ কাটাকাটিতেও ভালবাসা খুঁজি পাগলের মতো।