রহস্যময়ী

এর চেয়ে তুমি বরং অন্যখানে যাও
অন্য কোনো বনে সুখের পাখী খোঁজো
দ্বন্দ্ব ছেড়ে তবুও তুমি সুখের দেখা পাও

অতিথি পাখী নই আমি
হাজার মাইল দূরে গিয়েও ফিরি গাঙচিলের মতো,
নিমিষেই ভুলে যাই সব অবহেলা, অপমান আর যতো ক্ষত
তারপরেও যত্ন করে বানাই বাসা-বাবুই পাখীর মতো
ভালবাসার কাঙাল আমি সত্যি
তাই বলে যাকে তাকে বিলাই না আমার সমস্ত