ভালো আছো?

তোমার সুখের সাজানো বাগানের ফুলগুলো ঝরতে শুরু করেছে

তোমার সেই কথা দেওয়া কথাগুলো আজ মিলিয়ে যাচ্ছে মৃদু হাওয়ায়

তোমার সেই লেখাগুলো মুছে যাচ্ছে ঢেউয়ের জলে

মিশে যাচ্ছে তোমার সেই অকৃত্তিম ভালোবাসাগুলো।

ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়েছো কেড়ে

সুখী হতে দূরে গিয়ে আমার হাতটা দিয়েছিলে ছেড়ে

ভুলে যাই নি সেদিনের সেই অকরুণ অবহেলা আর মনের তীব্র জ্বালা

একাকীত্বের ভারে নুয়ে পড়া সেই গভীর সাগরে একলা ভেলায়

পড়ে থাকা এই নিথর দেহ খোঁজে তোমায় সবসময়।

কোথায় আছো, কেমন আছো?

ভুলে গেছো কি সত্যি?

দু:সময়েও খুঁজি তোমায়, আমার মাথার দিব্যি।