Post Details
Home / প্রতিশোধ
প্রতিশোধ
তোমায় যদি ক্ষমা করি আমি
বিশ্বাস; প্রকৃতি আমায় ছাড়বে না কখনও
তাছাড়া গোটা পুরুষ জাতির কলঙ্কিত অধ্যায়ের
অপরাজেয় নিপুন শিল্পী হতে চাই না
ক্ষমার অযোগ্য অপরাধও মেনে নেওয়া যায়
তোমারগুলো কখনই নয়
বুঝিয়েছি মনকে অনেক
অপূর্ব ক্ষমার সাগরে ভেসেছি-ডুবেছি অনেক
এ হৃদয় তোমার পক্ষে সায় দেয় না আর
ঘৃণাগুলো চোখে-মুখে বজ্রপাতের ঝলকানির মতো
ক্ষোভের আগুন খেলা করে প্রতিনিয়ত
প্রতিশোধ নিতে ইচ্ছা করে, চরম প্রতিশোধ
ভালবাসাকে গলা টিপে হত্যা করাটা তোমার নেশা
সমুদ্র তীরে বালি নিয়ে খেলা
নিজেকে ঠকিয়ে, ভালবাসাকে ঠকিয়ে
কি অমৃত পেলে তুমি !
অথচ চিন্তা করে দেখো
কতটুকু সুখ সঞ্চিত হয়েছে তোমার জীবনে?
ঢের বলে দিতে পারি অকপটে
শূণ্যটুকুও তোমার জীবনে অপূর্ণ।
কষ্টের তীব্রতা, জ্বালাময়ী জীবন আর অন্ধকার তোমার অপেক্ষায়
অভিশপ্ত হবে তোমার কাঙ্খিত স্বপ্ন আর ভবিষ্যত
একসময় ভাবতাম, তুমিই আমার জীবন আর আমৃত্যু স্বপ্ন
তুমিহীন বেঁচে থাকাটা হেমলকের রসে মরণ
অথচ তোমায় ছাড়া দিব্যি চলেছি আমি
পথহীন পথে-বন্ধুর পথে
তুমিহীন মরণের ওপারের আমি
এখন শুধুই দূরের মানুষ
ভালবাসার আর্তনাদ স্পর্শ করে না আর
অজানা ঘোরের মাঝে বেঁচে আছি আমি মৃতের মতো
প্রতিশোধ নিতে ইচ্ছা করে, চরম প্রতিশোধ।