জীবন ও গিরগিটি
গোধুলীবেলায় যে সূর্যাস্ত তুমি-আমি দেখতাম
এখন অন্য কেউ তোমার হাতে হাত রেখে
সমুদ্রের বুক চিরে লাল দিগন্তে চোখ রাখে।
যে বুকটাকে তুমি আগলে রাখতে
সেই বুকে এখন অন্য কেউ আঁছড়িয়ে পড়ে
তোমার অস্তিত্বকে ভাসিয়ে দাও সেই স্রোতে।
কি এক অদ্ভূত আমাদের জীবন
সঙ্গে সঙ্গে রং বদলায় গিরিগিটির মতন
খোঁড়াকারণে দুজনার পথ দু’দিকে বেঁকে যায়
অন্ধের মতো চলতে থাকে দুজনের ভেলা; সারাবেলা
সবার মতো ফেরা হয় না আর নিত্য সন্ধ্যাবেলা।
দুটো জীবন এভাবেই কেটে যায় ঘোর অভিমানে
জটিল সমীকরণের হিসেব মেলায় আনমনে
জীবনের বাস্তবতায় খুঁজে ফিরে তারে বারবার
মনের গহীনের ক্ষোভ মিশে তখন একাকার।