আসলে তুমি কি চাও?
বুঝি না আসলে
কি চাও তুমি?
মাঝে মাঝে মনে হয়
প্রেমের বিশাল ময়দান ঘুরে ঘুরে
দাঙ্গা বাঁধিয়ে ফিরে আসো
তুমি কি তৃতীয় বিশ্বযুদ্ধ চাও?
আরো কতো ট্রয় নগরী ধ্বংস করলে তোমার সুখ মেটে?
আরো কতো নিষ্পাপ মানুষের রক্ত পান করলে তোমার তৃষ্ণা মেটে?
ঘরে কি তুমি আদৌ ফিরবে?
নাকি পথকেই বেছে নিয়েছো তাদের মতো!
কিছু নিরীহ মানুষগুলোকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে
পাতিহাসের মতো নিশ্চিন্তে জলে দাগ কেটে চলেছো
তুমি যেগুলোকে সুখ ভাবছো
বিষাক্ত হয়ে উঠবে শীঘ্রই
রুদ্ধ করতে তোমার পথ
ধেয়ে আসছে ওরা আলোর মিছিল নিয়ে
পালাবে কোথায় তুমি?